সারাদেশে আগামী কয়েকদিন কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের আটটি বিভাগেই কোথাও না কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এই তথ্য জানান।
তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—সব বিভাগেই অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ রয়েছে। এর বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে দেশের অভ্যন্তরে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই কারণে আবহাওয়ায় কিছুটা অস্থিরতা দেখা দিচ্ছে।
রোববারের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (২১ এপ্রিল)ও একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং বাকি সাত বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এদিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। তাপমাত্রা বাড়তে পারে সামান্য।
বিজ্ঞাপন
বুধবার (২৩ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে। এই দিন তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল)ও একই ধরনের পূর্বাভাস রয়েছে। ওইদিনও রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষদিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
এমএইচএইচ/এইউ

