সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হারানো ৭৯ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৬ এএম

শেয়ার করুন:

হারানো ৭৯ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের পল্টন মডেল থানা পুলিশ।

ডিএমপির পল্টন মডেল থানা সূত্র জানায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ ফোনগুলো উদ্ধার করেছে।


বিজ্ঞাপন


গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন তারা। এই উদ্ধারে অন্যতম ভূমিকা পালন করেন পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন।

সেই উদ্ধারকৃত ফোনগুলো শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফোনগুলোর মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন থানার সেকেন্ড অফিসার মমিনুর রহমান।

থানা সূত্রে আরও জানায়, ইতোপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক ১৫০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর