সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধার, গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধার, গ্রেফতার ১

গাজীপুর সাফারি পার্ক থেকে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম- মো. দেলোয়ার হোসেন তওসিফ (২২)।

শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। 


বিজ্ঞাপন


পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, গত ২৩ মার্চ রাত ১১টা থেকে পরদিন ভোর পর্যন্ত এই সময়ের মধ্যে গাজীপুর সাফারি পার্কের লামচিতা ঘর-০১ নামক বেষ্টনীর জাল কেটে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির দুটি পুরুষ রিংটেইল লেমুর ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

ডিবি সূত্র আরও জানিয়েছে, বিপন্ন প্রজাতির লেমুর চুরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে ডিবি। অন্যান্য তথ্য সংগ্রহ করে শুক্রবার জামালপুর জেলার সদরের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে লেমুর চুরির ঘটনার সাথে জড়িত মো. দেলোয়ার হোসেন তওসিফকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত দেলোয়ারকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদরঘাটের শ্যামবাজার মসজিদ সংলগ্ন একটি নির্জন স্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় রাত আনুমানিক ১১টার দিকে পুরুষ রিংটেইল লেমুরটি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর