শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

টানা ৮ ঘণ্টা ধরে বন্ধ তেজগাঁওয়ের সাতরাস্তা, ভোগান্তি চরমে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

টানা ৮ ঘণ্টা ধরে বন্ধ তেজগাঁওয়ের সাতরাস্তা, ভোগান্তি চরমে
বৃষ্টিতে ভিজে অবরোধ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকার সাতরাস্তা অবরোধ করে রেখেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রায় আট ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে আশপাশের এলাকায় দেখা দিয়েছে প্রচণ্ড যানজটের। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া অবরোধ বিকেল ৬টায় প্রত্যাহার হয়নি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী শামীমুর রহমান।


বিজ্ঞাপন


তিনি ঢাকা মেইলকে বলেন, তারা এখনো সড়ক অবরোধ করে আছে। আমরা সকাল থেকে তাদের বুঝিয়েছি রাস্তা ছাড়ার জন্য। কিন্তু তারা কোনো কথা শুনছে না। তাদের সাথে কথা বলার জন্য শিক্ষা মন্ত্রণালয় লোকজন আসবেন।

জানা গেছে,  সকাল থেকে আন্দোলনকারীরা মাঠে থাকলেও দুপুরের পর বৃষ্টি আসায় অনেকে মাঠ ছেড়ে দেয়। পরে তারা আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থান নেয়। তবে কিছু শিক্ষার্থী বৃষ্টিতে ভিজেই সড়ক অবরোধ অব্যাহত রেখেছে। সাতরাস্তার মোড় থেকে আসা ও যাওয়ার রাস্তায় প্রতিবন্ধতা তৈরি করছে তারা। ফলে কোনো যানবাহন চলাচল করছে না। পুরো রাস্তা ফাঁকা।

এর আগে দুপুরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে ফ্লাইওভারের নিচের অংশে জোহরের নামাজ আদায় করে। সকাল থেকে আন্দোলনের খবর ছড়িয়ে পড়লে তাদের সাথে কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। তারা এসময় নানা স্লোগান দেয়। এসময় তারা ঘোষণা দেয়- দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না তারা। দরকার হলে কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা দেবে।

Rasta2


বিজ্ঞাপন


তাদের এমন ঘোষণার পরও এখনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাউকে সেখানে গিয়ে কথা বলতে দেখা যায়নি। তবে পুলিশের উর্ধ্বতনরা বলছেন, তারা চাইলে এক মিনিটেই রাস্তা ফাঁকা করতে পারেন। কিন্তু সম্প্রতি ছাত্রদের আন্দোলনে বল প্রয়োগ না করার জন্য ওপর থেকে নিষেধ রয়েছে। ফলে তারা কোনো লাঠিচার্জ করতেও পারছেন না। 

সকাল থেকে পলিটেকনিকের শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে মাঝপথেই পাঁয়ে হাঁটা শুরু করেন। তাদের মধ্যে অনেকে রোগীও ছিলেন। আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে না পেরে বাধ্য হয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ডাইভারশন দিয়ে বিকল্প সড়কে যাতায়াতের অনুরোধ করা হয় নগরবাসীকে।   

এমআইকে/জেবি  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর