মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি

স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় নানা অপকর্ম বেড়ে চলেছে উল্লেখ করে এর থেকে পরিত্রাণ পেতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’ নামক একটি সংগঠন।

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি। জমি দখলসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে। স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত। তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা। 

তারা আরও বলেন, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ সদস্যরা তাদের প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা চেষ্টা করবে। ফলে দেশের সাধারণ মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়। এ জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ায় সারাদেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। কিন্তু স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় পূর্বের ভূমিদস্যুদের প্রভাব তো কমেইনি বরং নতুন নতুন ভূমিদস্যু-চাঁদাবাজের আবির্ভাব হয়েছে।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, সন্ত্রাসী-লুটপাটকারীদের দ্বারা দেশের সাধারণ ভূমিহীন, কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষ অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। টিসিবির কার্ড বিতরণে ও তারা কারচুপি করছে। কিন্তু স্থানীয় সরকারে কোনো জনপ্রতিনিধি না থাকায় জনগণ কারও শরণাপন্ন হয়ে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না।


বিজ্ঞাপন


বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ভূমিদস্যুদের দ্বারা ভূমিহীনরা হামলা-মামলা-হত্যা- নির্যাতনসহ সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েছে।

এএসএল/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর