রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিতে প্রভাবমুক্ত পর্যবেক্ষণ ব্যবস্থার উদ্যোগ

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২৪ এএম

শেয়ার করুন:

নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিতে প্রভাবমুক্ত পর্যবেক্ষণ ব্যবস্থার উদ্যোগ

* বিদেশি পর্যবেক্ষক অনুমোদনের ক্ষমতা নিজেদের হাতে রাখতে চায় ইসি
 
* নতুন নীতিমালা প্রণয়নের পথে নির্বাচন কমিশন
 
* দেশি পর্যবেক্ষক সংস্থারও পুনর্মূল্যায়ন হবে
 
ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি স্বচ্ছ ও প্রভাব মুক্ত পর্যবেক্ষণ ব্যবস্থা করার লক্ষ্যে বিদেশি পর্যবেক্ষকেদের যাচাই-বাছায়ের ক্ষমতা নিজেদের কাছে রাখাসহ দেশি পর্যবেক্ষকদের নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও স্বচ্ছ একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।

ইসি কর্মকর্তা জানান, বর্তমানে বিদেশি পর্যবেক্ষক আসার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আবেদন জমা দিতে হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করে ‘নো অবজেকশন’ দিলে নির্বাচন কমিশন অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। কিন্তু এ ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ থাকে। অতীতে আমরা দেখেছি যেখানে রাজনৈতিক সম্পর্ক থাকার কারণে অনেক বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হয়নি। এ কারণেই নতুন নীতিমালায় যাচাই-বাছায়ের ক্ষমতা ইসির হাতে যেন থাকে সে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 
বিদেশি পর্যবেক্ষক নীতিমালার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিদেশি পর্যবেক্ষক নীতিমালা আগের যেটা আছে অলমোস্ট ওটাই থাকবে। আমরা যাচাই-বাছাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেব তারপর সেখান থেকে ‘নো অবজেকশন’ আসলে অনুমোদন করব।
 
এদিকে শুধু বিদেশি নয়, দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নীতিমালাও সংশোধনের পরিকল্পনা করছে কমিশন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমরা একটি খসড়া দাঁড় করিয়েছি। খসড়াটি কমিশনের মিটিংয়ে তোলা হবে। আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কিছু কিছু সংস্থা তো বাতিল হবে। খসড়ার সিদ্ধান্ত তো এই মুহূর্তে বলা যাবে না। চূড়ান্ত না হলে বলা কঠিন।
 
তিনি আরও বলেন, শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডেও পরিবর্তন আসতে পারে। আমরা এইচএসসি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কথা ভাবছি যা আগে এসএসসি পাস ছিল । এটি কাউকে ছোট করার জন্য নয়, বরং পর্যবেক্ষকদের একটি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও মান নির্ধারণের জন্য করা যাতে বোঝাপড়াটা ভালো হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আমরা পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের সমস্ত ক্রাইটেরিয়া পুনর্মূল্যায়ন করব। এরপর আমরা যদি মনে করি এগুলো রাখার দরকার আছে, তাহলে রাখব। আর যদি মনে করি একটু পরিমার্জন বা পরিবর্তন করা দরকার, আমরা সেটা করব। তারপরে যারা যারা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে তাদের আমরা পর্যবেক্ষক সংস্থা হিসেবে রাখব। ভুল তথ্য ও অপপ্রচার থেকে কমিশন সবচেয়ে বেশি সতর্ক থাকবে।


বিজ্ঞাপন


জানা যায়, ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। ২০২৩ সালে ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। প্রতি সংসদ নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আহ্বান জানায় সংস্থাটি। এক্ষেত্রে নিবন্ধন পেয়ে সংস্থাগুলো পরবর্তী পাঁচ বছর স্থানীয় নির্বাচনও পর্যবেক্ষণ করতে পারে।
 
ইসি কর্মকর্তারা জানান, গত সংসদ নির্বাচনে দেশীয় বিভিন্ন সংস্থার ২০ হাজার ৭৭৩ জন নির্বাচন পর্যবেক্ষণ করতে আবেদন করেছিলেন। ইসি কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জনকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছিল। সে সময় পর্যবেক্ষক হতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস এবং ২৫ বছরের বেশি বয়সী হতে হয়। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি ৩৪ দেশ ও চারটি সংস্থার শতাধিক পর্যবেক্ষককে আসার আমন্ত্রণ জানিয়েছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থার ১৬৮ জন ভোট দেখতে আসতে পেরেছিলেন। এদের মধ্যে ইসির আমন্ত্রিত ছিলেন মাত্র ১৯ জন। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওআইসি ও কমনওয়েলথ থেকে ৩৮ জন, বিভিন্ন মিশনের ৬৪ জন এবং বাংলাদেশস্থ বিভিন্ন দূতাবাসে বা হাইকমিশনে কর্মরত বাংলাদেশি ৬১ জন; মোট ১৬৩ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

২০০৮ সাল থেকে ইসি পর্যবেক্ষকদের নিবন্ধন দিয়ে আসছে। তবে ২০১৮ সালের নির্বাচনে অনেক সংস্থার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক দেখা দেয়। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষ থেকেই অভিযোগ তোলা হয়। যদিও কিছু বিতর্কিত সংস্থা পরে বাতিল করা হয়, তবু অনেকেই টিকে যায়।
 
এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর