শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

সবুজের রাজ্য ভ্রমণ পিপাসুদের আনাগোনায় পরিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় উদ্ভিদ উদ্যান (National Botanical Garden) বোটানিক্যাল গার্ডেন নামেই অধিক পরিচিত। যান্ত্রিক এই শহরের সবচেয়ে বড় সবুজের রাজ্য এটিই। বিভিন্ন উৎসবের দিনে এখানে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী ও সাধারণ মানুষরা। এবার পহেলা বৈশাখ উপলক্ষেও মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিল।

দর্শনার্থীরা জানান, বৈশাখের গরম এমনিতেই শুরু হয়েছে। এরমধ্যে ঢাকার সবচেয়ে আরামদায়ক জায়গা এই গার্ডেনই। এখানে আসলে প্রকৃতি, গাছ, ফুল প্রভৃতির সান্নিধ্যে পাখির ডাক শোনা যায়। একসঙ্গে এত কিছু অন্য কোনো জায়গায় পাওয়া সম্ভব নয় তাই এখানে আসা। এছাড়া ঢাকার অন্য জায়গার তুলনায় এখানে আসাও সহজ।


বিজ্ঞাপন


সরেজমিনে গার্ডেন ঘুরে দেখা যায়, ২০৮ একরের এই উদ্যানের বেশিরভাগ জুড়েই দর্শনার্থীদের ভিড়। বিভিন্ন বসার জায়গা ও গাছের নিচে পরিবার, প্রিয়জনের সঙ্গে খুঁনসুটিতে মেতেছে আগতরা। এছাড়া অনেকে বিভিন্ন গাছ ও ফুল বাগানের পাশে ছুবি তুলতে ব্যস্ত সময় পার করছেন।

গাজীপুর থেকে পরিবার নিয়ে এসেছেন তসলিম মিয়া। তিনি বলেন, আমরা দুইজনই গার্মেন্টসে চাকরি করি। বছরে খুব কম ছুটি পাই। তবে আমাদের গাছ, ফুল এসব দেখতে ভালো লাগে তাই এখানে আসা।

Green

প্রিয়জনের সঙ্গে এসেছেন আরাফাত ইসলাম নামের একজন শিক্ষার্থী। তিনি বলেন, শহরের বিভিন্ন রেস্টুরেন্ট নিয়মিত যাওয়া হয়। শহরের মধ্যে সব কিছু বদ্ধ জায়গা। কিন্তু এখানে খোলা সবুজ পরিবেশ দেখতে ভালো লাগে। তাই মাঝে মাঝে এখানে আসা হয়। 


বিজ্ঞাপন


বন্ধুদের সঙ্গে এসেছেন তামিম হাসান। তিনি বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। অনেকদিন কোথাও যাওয়া হয় না। তাই এই ছুটির দিনে সবাই একসঙ্গে আড্ডা দেওয়ার জন্য এখানে আসছি। 

এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর