‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গাজার প্রতি সংহতি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারেন সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে শাহবাগ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মুনসুর জানান, নিষিদ্ধ সংগঠন ও হিজবুত তাহরীরের কোনো সদস্যকে চিহ্নিত করা গেলেই গ্রেফতার করা হবে৷
বিজ্ঞাপন
তিনি বলেন, পুলিশের বিভিন্ন টিম ও অনন্যা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে অপতৎপরতা ঠেকাতে কাজ করছে। দেশের ভাবমূর্তি রক্ষায় কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রাস্তায় হতে দেওয়া হবে না।
ওসি বলেন, মার্চ ফর গাজা কর্মসূচিতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
এদিকে মার্চ ফর গাজা কর্মসূচি উপলক্ষে হাজারো মানুষের ঢল নেমেছে রাস্তায়। সবার হাতে ফিলিস্তিনের পতাকা অথবা মাথায় ফিলিস্তিনের ব্যাজ দেখা গেছে। সবার একটাই দাবি ‘স্বাধীন ফিলিস্তিন’ ঘোষণা।
বিজ্ঞাপন
এএসএল/ইএ