‘পথ নবজাতক’এর সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে সামাজিক ও আর্থিক দৈন্যতার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম পরিচয় গোপন রেখে ওই হাবে রেখে যেতে পারবেন। এছাড়া অবহেলায় নবজাতকের মৃত্যুও রোধ করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষ্যে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান মুজিব বলেন, গত বছর ৯৪ জন পথ নবজাতক উদ্ধার করা হলেও তাদের মধ্যে ৬৪ জনই মারা যায়। নিউবর্ন হাব ছোট্ট বাচ্চাদের লালন-পালনের একটা ব্যবস্থা। সেখানে সামাজিক পরিচয় ও আর্থিক দৈন্যতার কারণে যেসব বাচ্চাদের রাস্তায় ফেলে রেখে যায় সেই নবজাতকের সুরক্ষা নিশ্চিত হবে।
তিনি বলেন, নিউবর্ন হাব থাকলে ৯৪ জনের মধ্যে ৯০ জনকে রক্ষা করা যেত। এসব হাবে পরিচয় গোপন রেখেই শিশুকে রেখে যাওয়ার সুযোগ থাকবে, যা শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পথ নবজাতকদের বাঁচিয়ে রাখতে দরকার বুকের দুধ। কিন্তু পথ নবজাতকের মা না থাকায় দেশে হিউম্যান মিল্ক স্টোরেজ চালু করা দরকার। যন্ত্রপাতি কেনা শেষ হলেও ইসলামি ফাউন্ডেশন ও সরকারের অনুমোদনের অভাবে সেটি চালু করা যাচ্ছে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা, অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও সাংবাদিক একেএম সাখাওয়াত হোসেন প্রমুখ।
এএসএল/এফএ