রাজধানীর মতিঝিল এলাকায় মোটরসাইকেল চুরি করার সময় পেশাদার চোর, মাদক কারবারি ও ১৮ মামলার আসামি হানিফসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- হানিফ মোল্লা (২৮) ও মো. শফিকুল ইসলাম (২৭)। এ সময় তাদের কাছ থেকে চুরির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে মতিঝিলের ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্র জানায়, ছিদ্দিকুর রহমান ওরফে তুহিন তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল মতিঝিল থানাধীন ফকিরাপুলস্থ আলাউদ্দিন টাওয়ারের সামনে রাস্তার ওপর রেখে টাওয়ারের ভেতরে যান। কিছুক্ষণ পর দুইজন চোর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর ও চিহ্নিত মাদক কারবারি। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত হানিফ মোল্লার বিরুদ্ধে মতিঝিল থানা, পল্টন থানা, শাহবাগ থানা, শাহজাহানপুর থানা, রমনা থানা, পল্লবী থানা, উত্তরা পূর্ব থানা, রুপনগর থানা, দারুসসালাম থানা ও ঢাকা জেলার সাভার থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের ১৮টি মামলা রয়েছে।
অন্যদিকে গ্রেফতার শফিকুলের বিশ্বাসের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা, কদমতলী থানা ও কদমতলী থানায় মাদকের চারটি মামলা রয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে/এমআর