রাজধানীর আজিমপুর এলাকা থেকে আয়নাল শেখ (৪০) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক গ্রেফতার করেছে র্যাব। তিনি রাজবাড়ী জেলার একটি জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলার আসামি বলে জানিয়েছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
তিনি জানান, মঙ্গলবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় এই আসামি গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ীর কালুখালি উপজেলার মালিয়াট গ্রামের আব্দুল মানানের ছেলে।
বিজ্ঞাপন
সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বলেন, আয়নাল রাজবাড়ী জেলার একটি জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলার আসামি। তার আদালতে সাজা হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে আজিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/ইএ