বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাটে জড়িত ৭২ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ এএম

শেয়ার করুন:

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাটে জড়িত ৭২ জন গ্রেফতার

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সোমবার সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। দিনভর প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও একটি গ্রুপ সিলেটসহ দেশের বেশ কিছু জায়গায় ইসরায়েলি পণ্য দাবি করে বাটা, কেএফসিসহ বেশ কিছু শোরুমে হামলা ও লুটপাট করে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (০৯ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


এই ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান প্রেস সচিব।

প্রেস সচিব জানিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা আরও তদন্ত করে আরও মামলা দায়ের করা হবে। আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর