জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য পূরণে নতুন করে পাঁচ দফা দাবি নিয়ে জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
গণমাধ্যমে পাঠানো ফোরাম প্রেসিডেন্ট এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বার্তায় এসব দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
দাবিগুলো হলো-
১. সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিপরায়ণ তাদেরকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে।
২. নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে।
৩. ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার বর্তমানে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য সংস্থা/দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে।
বিজ্ঞাপন
৪. বৈষম্যের শিকার এখনো বঞ্চিত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে দ্রুত পদোন্নতিসহ প্রাপ্য সুবিধা প্রদান করতে হবে।
৫. ফ্যাসিস্টের দোসর ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা/ কর্মচারীদের পদোন্নতি/পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করছেন এবং করবেন, তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
বিইউ/এমআর