রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন টাঙ্গাইল ছাত্রলীগের এক নেতা। তার নাম নুর মিয়া আনসারী।
মঙ্গলবার বিকেলে পল্লবী এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনটির এই নেতাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের-ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞাপন
তিনি জানান, নুর মিয়া আনসারী সাদত কলেজ করোটিয়া টাঙ্গাইল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক।
নুর মিয়া ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার। টাঙ্গাইল জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঢাকা মহানগরে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নিতে নুর মিয়া টাঙ্গাইল থেকে ঢাকায় আসেন বলে জানান ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর।
এমআইকে/এমআর