বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৬ এএম

শেয়ার করুন:

loading/img

ব্যাংককে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (০৪ এপ্রিল) বিমসটেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকে মিলিত হন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে এ তথ্য জানান।

এই বৈঠকের পরে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

এর আগে বিমসটেকের বর্তমান চেয়ারপারসন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এতে অংশ নিয়েছেন ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কাসহ সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা।

এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হলো সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা জোরদার করা, যাতে একসঙ্গে নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।


বিজ্ঞাপন


২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর