জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে এখন আর টাকার প্রয়োজন হয় না। টাকা ছাড়াই এআইডি সংশোধন করা যায়। তবে এনআইডি সংশোধনে টাকা লাগে- নাগরিকদের মন থেকে এমন ধারণা দূর করতে গণবিজ্ঞপ্তি জারি করতে চান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলকে বলেন, আমরা একটা গণবিজ্ঞপ্তি দেব। যেখানে বলা থাকবে এনআইডি সংশোধনে কোনো প্রকার অর্থের লেনদেন যাতে না করে নাগরিকরা।
বিজ্ঞাপন
গণবিজ্ঞপ্তি কবে নাগাদ জারি করবেন- জানতে চাইলে তিনি বলেন, আমরা চিন্তা করছি। কারণ সবকিছুর সঙ্গে টাকার প্রয়োজন হয়। এর জন্য আমার টাকার সংস্থান, কমিশনের অনুমোদন দরকার হবে। কিন্তু আমরা চিন্তা করছি আসলে জনগণকে জানানো দরকার এনআইডি সংশোধনে টাকার প্রয়োজন হয় না।
কমিশনের নামে ফোন করে টাকা চাওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ফোন করে সেবা প্রত্যাশীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এজন্য আমরা কমিশনের গেইটে এন্ট্রি বুকে ফোন নাম্বার ব্যবহার করার পরিবর্তে এনআইডি নাম্বার ব্যবহার করা শুরু করেছি।
গণবিজ্ঞপ্তিতে কী উল্লেখ থাকবে জানতে চাইলে তিনি বলেন, আমরা বলব যে এনআইডি সংশোধনে আপনারা কাউকে টাকা দেবেন না। যদি কেউ টাকা চায় তাহলে ওই লোকের কাছে গিয়ে ওনার নাম পরিচয় শনাক্ত করে কমিশনে জানানোর অনুরোধ করব।
বিজ্ঞাপন
- ছয় মাসে ৪ লাখ আবেদন নিষ্পত্তির আশ্বাস
- ভোটার হালনাগাদের কারণে সংশোধনে ধীরগতি
- হালনাগাদ কার্যক্রম শেষে গতি ফিরবে সংশোধনে
ডিজি এনআইডি বলেন, আমরা ৩ লাখ ৭৮ হাজারের একটা আবেদন তিন মাসের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে শেষ করার একটি বিষয় আপনাদের বলেছিলাম। আমরা যেদিন বলেছিলাম তারপর আমাদের একটা প্রক্রিয়া ছিল। সেগুলো শেষ করে যখন আমরা কাজ শুরু করতে যাই তখন ২৯ ডিসেম্বর। ইতিমধ্যে আড়াই মাস পার হয়ে গেছে। গত ১৬ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, সেদিন পর্যন্ত আমরা দুই লক্ষ ৭৮ হাজার আবেদন শেষ করতে পেরেছিলাম আগের আবেদনসহ। ইতিমধ্যে আমাদের কাছে আরও ৩ লাখ ২ হাজার আবেদন জমা পড়ে। এ নিয়ে এখন পেডিং আবেদন আছে ৪ লাখের মতো যা আগামী ৬ মাসের মধ্যে শেষ করব।
আরও পড়ুন-
এনআইডি সংশোধনের ধীরগতির কারণ উল্লেখ করে তিনি বলেন, মাঠে এখন ভোটার নিবন্ধনের কাজ চলছে। অফিসাররা এ কাজে বেশ ব্যস্ত। ২২ মার্চ পর্যন্ত, ৪৭ লাখ ৫৪ হাজার ভোটারে নিবন্ধন হয়েছে। ভোটার নিবন্ধনের কাজে ব্যস্ত থাকার কারণে কর্মকর্তারা এনআইডি আবেদনের কাজে মন দিতে পারেননি। ভোটার নিবন্ধনের কাজ শেষ হবে ৫ মে। ৫ মে পর্যন্ত ব্যস্ত অফিসাররা। এই ব্যস্ততার কারণে এনআইডি সংশোধনে মনযোগ দিতে পারিনি। এই জন্য সিদ্ধান্ত হয়েছিল যে, আগে ভোটার নিবন্ধনের কাজ শেষ হোক। যখন ভোটার নিবন্ধনের কাজটা কমে আসবে তখন আমরা পুরো মনযোগ সেখানে দিতে পারব।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান যার সব কার্যক্রম শেষ করে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
এমএইচএইচ/ইএ