শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফাঁকা ঢাকায় চলাচলে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। সড়কে রয়েছে অল্প কিছু যানবাহন। এতে চলাচল করে স্বস্তি পাচ্ছেন রাজধানীবাসী।

মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে রাজধানীর নিউমার্কেট, সায়েন্সল্যাব, শাহবাগ ও যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, সড়কে গণপরিবহনের সংখ্যা রয়েছে হাতে গোনা। কিছু সময় পর পর গাড়ি চলাচল করছে। আবার বিভিন্ন গন্তব্যের গাড়ি পেতে ২০-৩০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এছাড়া স্বল্প পরিসরে রিকশা, সিএনজি ও বাইক রয়েছে সড়কে। আবার কেউ কেউ অপেক্ষা করছেন গাড়ির জন্য।

9

জানতে চাইলে নিউমার্কেট থেকে নারায়ণগঞ্জমুখী যাত্রী শরিফুল হালিম বলেন, ১০ মিনিট ধরে অপেক্ষা করছি নারায়ণগঞ্জ মুখী গাড়ির জন্য। এখনও গাড়ি পাইনি। কিছু সময় পর পাবো। আজকে সড়ক ফাঁকা রয়েছে। যানজটহীন স্বস্তিতে যাতায়াত করতে পারবো।

আরেক যাত্রী নোমান ইসলাম বলেন, সায়েন্সল্যাব থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড যাবো। নীলাচলের দুটি গাড়ি পেয়েছি, দুটিতেই যাত্রী দিয়ে ভর্তি ছিল। যার কারণে এখনও দাঁড়িয়ে আছি সড়কে। শিগগিরই গাড়ি পাবো। ঈদের কারণে সড়কে গাড়ি অনেক কম রয়েছে।


বিজ্ঞাপন


এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub