বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: দগ্ধ ফায়ার ফাইটার গাউসুল আজমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২২, ০৭:০৩ এএম

শেয়ার করুন:

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: দগ্ধ ফায়ার ফাইটার গাউসুল আজমের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার গাউসুল আজম রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১২ জুন) ভোররাত ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে অগ্নি দুর্ঘটনায় ১০ জন ফায়ার ফাইটার মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।


বিজ্ঞাপন


গাউসুল আজমের তার বাড়ি যশোরের মনিরামপুরে। বাবার নাম আজগর গাজী। চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অদম্য সাহসের পরিচয় দিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ১২ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে মরদেহ পাওয়া গেছে ৯ জনের। আর, পরিচয় শনাক্ত করা গেছে ৮ জনের।

শনিবার (৪ জুন) রাত ৯টা ২৫ মিনিটে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর একের পর এক কন্টেইনার বিস্ফোরণ ঘটে। রোববার পর্যন্ত আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ জনে।

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর