সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

মেয়র ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

loading/img
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঈদের পরে প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।


বিজ্ঞাপন


ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত থেকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে; এ বিষয়ে আপনাদের করণীয় কি? জানতে চাইলে ইসি সচিব বলেন, আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল; তাই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, রায়ের কপি পাওয়ার পর দেরি বা বিলম্ব করার কোনো অবকাশ নাই। সিদ্ধান্ত যাই হোক না কেনো আমরা দ্রুতগতিতে তা বাস্তবায়ন করি। যত দ্রুত সিদ্ধান্তগুলো দিতে পারব ফাইলগুলো ক্লিয়ার করতে পারব; তাতে আমাদের কাজের চাপও কমে আমরা স্বস্তিও পাই।

 


বিজ্ঞাপন


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি দলীয় প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দক্ষিণ সিটির ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সব ক’টি কেন্দ্রের ফলাফলে শেখ ফজলে নূর পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন ইশরাক হোসেন।

পরে ৩ মার্চ ওই নির্বাচনের ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন।

এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর