বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

‘পদ্মা সেতুর মর্ম জানেন না খালেদা জিয়া ও বিএনপির লোকজন’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুন ২০২২, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

‘পদ্মা সেতুর মর্ম জানেন না খালেদা জিয়া ও বিএনপির লোকজন’

‘পদ্মা সেতু কী, সেটি জানে সন্তানহীন মায়েরা, যারা সন্তানের লাশ নিয়ে ঘাটে ঘণ্টা পর ঘন্টা অপেক্ষা করেছেন। জানেন, ওই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা, যারা ফেরি পার হতে না পেরে প্লেনের ফ্লাইট মিস করেছিল। জানে গরিব কৃষক, খুদে ব্যবসায়ীরা। যারা সময়মতো ফেরি পার হতে না পারায় তাদের উৎপাদিত কাচাঁ তরকারি নষ্ট হয়েছিল। সব ভুক্তভোগীরাই জানেন এ পদ্মা সেতুর মর্ম। একমাত্র জানেন না খালেদা জিয়া। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা।’

বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা। 


বিজ্ঞাপন


শনিবার (১১ জুন) দুপুরে মুন্সীগঞ্জের মিরকাদিমে কমলাঘাট বন্দরে, সামরীন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ সহজ ছিল না। এটি একটি কষ্টসাধ্য বিষয় ছিল। দুঃসাধ্য ছিল। অবাস্তব ছিল। শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাস্তবকে বাস্তবে পরিণত করেছেন। প্রধানমন্ত্রী দেশের মানুষকে পদ্মাসেতুর স্বপ্ন দেখিয়েছেন। তিনি সেটি বাস্তবায়ন করেছেন।’ 

‘পদ্মা সেতু নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করেছেন। আমাদের নিজস্ব অর্থায়নে মাধ্যমে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়েছেন। বাংলাদেশও পারে।’

খালেলদা জিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, আ.লীগ সরকারের বানানো পদ্মা সেতু জোড়াতালির। কেউ তাতে উঠবেন না। বিএনপি ক্ষমতায় আসলে তারা একটা নয় দুইটা পদ্মা সেতু নির্মাণ করবেন। অথচ বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় একটি কালভার্ট তারা নির্মাণ করতে পারেননি।’


বিজ্ঞাপন


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্বন্ধে তিনি বলেন, ‘ফখরুল ইসলাম অসত্য কথার গোডাউন। তিনি বলেছিলেন, খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তি উদ্বোধন করেছেন। ফখরুল ইসলামের মাথা গরম হয়েছে। তাকে পাবনায় নেওয়া উচিত।’ 

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণ অঞ্চলের মানুষ যোগাযোগব্যবস্থা সহজ হবে। মানুষের কর্মসংস্থান হবে। তাদের জিডিপি বৃদ্ধি পাবে। শুধু দক্ষিণ অঞ্চল নয়, সারা বাংলাদেশের উপর এর প্রভাব পড়বে। 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আর কেউ খালি পায়ে থাকে না। কাউকে না খেয়ে মরতে হয় না। 

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর