বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুন ২০২২, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

‘পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে’

‘দেশের সবচেয়ে বড় গর্ব পদ্মাসেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করে ফেলেছি। এই সেতুকে ঘিরে ৪ ও ৬ লেনের সড়ক হচ্ছে। এই যোগাযোগ ব্যবস্থার কারণে বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এদিকে দেশের বিমান বহরও দিন দিন বড় হচ্ছে।’

বলেছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।


বিজ্ঞাপন


শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে। এই বছর আরও ১২টি ফেরি যুক্ত হবে। এতে পণ্যবাহী ট্রাক চালকরা নৌরুটটি ব্যবহার করতে সাচ্ছন্দ্যবোধ করবে।’ 
 
‘পদ্মা সেতু চালু হলে শিমুলিয়া ঘাটের নৌযান শ্রমিকরা বেকার হয়ে যাবে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী পৃথিবীর দক্ষ লিডারদের মধ্যে একজন। শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাাংলাদেশ। শেখ হাসিনা থাকতে দেশে কেউ বেকার হবে না। এইটা করোনাকালেও প্রমাণ হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএর পরিচালক বন্দর পরিবহন কাজী ওয়াকিল নেওয়াজ, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের মো. শাহজাহান,অতিরিক্ত পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম, এজিএম মেরিন আহমেদ আলী প্রমুখ।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর