রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিডিটিকিটসে ঘরে বসেই মিলবে বাসের টিকিট, নেই বাড়তি চার্জ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

বিডিটিকিটসে ঘরে বসেই মিলবে বাসের টিকিট, নেই বাড়তি চার্জ

দরজায় কড়া নাড়ছে ঈদ। আর ঈদ মানেই আপন নীড়ে ফেরার তাগিদ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম অনলাইন টিকিটিং প্লাটফর্ম বিডিটিকিটস এবারও নিয়ে এসেছে স্পেশাল বাস টিকিট অফার।

যাত্রীদের ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে বাড়তি চার্জ ছাড়াই ২০ লাখের বেশি টিকিট বিক্রি করবে বিডিটিকিটস। ফলে বাড়ি যাওয়ার টিকিট পেতে দীর্ঘ লাইনে দাঁড়ান, টিকিটের সংকট বা কালোবাজারির মতো কোনো ঝামেলা পোহাতে হবে না যাত্রীদের। এক্সট্রা চার্জ ছাড়াই অনলাইনে ঘরে বসেই গ্রাহকরা কিনতে পারবেন টিকিট।


বিজ্ঞাপন


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের জন্য গাড়ির টিকিট পাওয়া যেন সোনার হরিণ। চাহিদার তুলনায় সরবরাহ থাকে কম। আর এ সুযোগে কালোবাজারিতে অতিরিক্ত দামে টিকিট বিক্রি হয়। এছাড়া টিকিট পেতে তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি তো আছেই। এসব সমস্যার সমাধানে ই-টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটসে যুক্ত করা হয়েছে দেশের ৯৯ শতাংশ দূরপাল্লার বাস সার্ভিস। ফলে দেশের যেকোনো প্রান্তের যাত্রায় টিকিট কাটার বিষয়টি হয়েছে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ। 

ঈদের স্পেশাল অফারে বিডিটিকিটসে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-সিলেট, ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনাসহ সব রুটের বাসের টিকিট অতিরিক্ত কোনো চার্জ ছাড়িই শুধুমাত্র নির্ধারিত ভাড়ায় পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া দেশের যেকোনো প্রান্তে ঘরে বসেই মিলছে টিকিট কাটার সুযোগ। দিনে হোক বা রাতে অনলাইনে বিডিটিকিটসের প্লাটফর্মে কয়েক মিনিটেই পাওয়া যাচ্ছে বাড়ি ফেরার টিকিট। bdtickets অ্যাপে অথবা www.bdtickets.com এই ওয়েবসাইটে লগইন করে টিকিট কাটা যাবে। যেকোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করা যাবে সপ্তাহের সাত দিনই।  


বিজ্ঞাপন


বিডিটিকিটস প্ল্যাটফর্মের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ভেঞ্চারস পিএলসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মাহবুব হাসান বলেন, বাড়ি ফেরার টিকিট কেনার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে এখন যাত্রীরা রিটার্ন টিকিটও কাটছেন। কোনো রকম অতিরিক্ত চার্জ না নেওয়ার পাশাপাশি এখন ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা দেওয়া হচ্ছে, এ কারণে অনেকেই অগ্রিম রিটার্ন টিকিট বুক করছেন, যা যাত্রীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক ও সুবিধাজনক হচ্ছে। ঈদে যাত্রীদের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে বিডিটিকিটস প্রতিশ্রুতিবদ্ধ।’

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর