রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল বাসেদ ওরফে বাধন ওরফে বাদল (২২) ও নয়ন মিয়া ওরফে বাবু (২৫)।
শনিবার (২২ মার্চ) রাতে মিরপুর মডেল থানাধীন ১০নং গোলচত্বর সংলগ্ন এফএস স্কয়ারের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানাধীন ১০নং গোলচত্বর সংলগ্ন এফএস স্কয়ারের দক্ষিণ পাশে প্রবেশপথ সংলগ্ন পাকা রাস্তার উপরে দুইজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত আনুমানিক পৌনে ১২টায় সেখানে পৌঁছায় এবং জনগণের সহায়তায় বাদল ও নয়নকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। ওই সময় তাদের দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মিরপুর-১০ গোল চত্বর এলাকায় ছিনতাই করার জন্য এসেছিল।
তাদের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, জয়পুরহাট সদর থানা ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে/এমএইচটি