সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

শান্তিনগরে আটক চাঁদাবাজদের পরিচয় মিলেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির সময় অস্ত্রসহ জনতার হাতে হাতেনাতে আটক হওয়া চার যুবকের পরিচয় মিলেছে। তাদের মধ্যে তিনজন যুবদল এবং একজন ছাত্রদলের কর্মী। তারা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বে রয়েছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও একাধিক সূত্র।  


বিজ্ঞাপন


এর আগে রোববার দিবাগত রাতে পল্টন থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই সাইফুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য মাহিদুর জামান মোহন। রমনা থানা ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ও পেশায় ড্রাইভার মাসুদ, ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক  নুর আলম ও যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী আল মাহমুদ রাজ।

জানা গেছে, মোহন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের শ্যালক। আগস্টের পর এই রবিউল ইসলাম নয়ন নিজেই অস্ত্রসহ ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিলেন। এ বিষয়ে তখন একাধিক গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলেও দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে তেমন জোরালো ব্যবস্থা নেয়া হয়নি।  

এ বিষয়ে কথা বলতে পল্টন থানার ওসি নাসিরুল আমিনের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া মেলেনি। 


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, শান্তিনগর বাজারে রাত সাড়ে দশটার দিকে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে গিয়েছিলেন যুবদল ও ছাত্রদলের চার কর্মী। এ সময় জনতা তাদের হাতেনাতে ধরে ফেলেন। তাদেরকে গাছে বেঁধে ব্যাপক ধোলাই দেওয়া হয়। এরপর থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। যদিও বিষয়টি নিয়ে পুলিশ কোনো কথা বলেনি রোববার রাতে। এমনকি সোমবার সকাল থেকে পুলিশের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। 

এদিকে পল্টন থানা সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হওয়ার পর আজ সকালে তাদেরকে আদালতে চালান করে দেয়া হয়েছে। 

এমআইকে/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর