মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

রাজধানীতে হিজবুত তাহরীরের সংগঠক মোনায়েম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

loading/img

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেফতার করেছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


বিজ্ঞাপন


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, গ্রেফতারের সময় মোনায়েম হায়দারের নিকট থেকে হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন, চারটি সিম কার্ড ও একটি ফেক ফেসবুক আইডি উদ্ধার করা হয়।

সিটিটিসির বরাত দিয়ে তালেবুর রহমান আরও জানান, মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলেন এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করছিলেন। গত ৭ মার্চ রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশগ্রহণ এবং মিছিলের পূর্বে ও পরে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষে যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মোনায়েম হায়দার।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর