মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

ঢাকা ছাড়া ৬৩ জেলায় হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

loading/img
মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের একটি দৃশ্য। ফাইল ছবি

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবছর কুচকাওয়াজ হবে না বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়েছে, ঢাকা ছাড়া সারাদেশের ৬৩ জেলায় স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

রোববার (১৬মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রেস উইং।

অবশ্য এর আগে দুপুরে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় গত বছরের ধারাবাহিকতায় এবারও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না।

আরও পড়ুন-

এবারও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, রমজান মাস চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, ২৬ মার্চ একই সময় পড়েছে। বৈঠকে এই সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই।

বিইউ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন