নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানসহ একাধিক সংস্কার প্রস্তাবে একমত না জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐকমত্য কমিশন’কে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ইসির একাধিক সূত্র বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সূত্র জানায়, সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন অনেক প্রস্তাব রয়েছে যা কমিশনের ক্ষমতা খর্ব করবে এবং বাস্তবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এমন কিছু সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত নয় উল্লেখ করে ঐক্যমত্য কমিশনে চিঠি দেওয়া হবে। তবে চিঠি এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল গ্যাজেটের বিশ্বাসযোগ্যতার সার্টিফিকেট, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, সীমানা নির্ধারণে স্বাধীন কমিশন গঠন, ইসির সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতা ও স্থানীয় সরকার নির্বাচন আগেসহ বেশ কয়েকটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের সঙ্গে একমত ‘না’ নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আর এসব বিষয়েই আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হবে।
সংস্কার কমিশনের প্রস্তাব পড়তে নিচে ক্লিক করুন- https://erc.ecs.gov.bd/
এমএইচএইচ/ইএ