বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবক না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০২:০২ পিএম

শেয়ার করুন:

বাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবক না ফেরার দেশে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

রাজধানীর বাড্ডায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. তানভীর।

বুধবার রাতে আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।


বিজ্ঞাপন


নিহত তানভীর মুন্সীগঞ্জ সদরের তুরকি গ্রামের সাহাদুল্লাহর ছেলে। বাড্ডার কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন তিনি। একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিলেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতরাত ১০টার দিকে দোকানের কাজ শেষে মধ্যবাড্ডা কবরস্থানের পাশের গলি দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তানভীর। এ সময় অজ্ঞাতনামা কিশোর গ্যাংয়ের ৩/৪ জন তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

আমরা খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালের দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর