সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

১৯ মার্চ কর্মবিরতিতে যাচ্ছেন ইসি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

১৯ মার্চ কর্মবিরতিতে যাচ্ছেন ইসি কর্মকর্তারা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী বুধবার (১৯ মার্চ) সারাদেশে কর্মবিরতি পালন করবেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। আগামী মঙ্গলবারের (১৮ মার্চ) মধ্যে বিদ্যমান আইন বাতিল করে এনআইডি’র পূর্বের আইন বহাল না করলে পরদিন তারা এই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) নির্বাচন ভবনের সামনে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এমন কর্মসূচির ঘোষণা করেন।


বিজ্ঞাপন


মনির হোসেন বলেন, আমরা ১১টা থেকে কর্মসূচি করছি এবং সবাই তা পালন করছে। ভোটারের সকল ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশনের। এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে। আইন অন্যকে দেবেন। আর কাজ দিনের পর দিন আমরা করবো। বর্তমান যে আইন আছে তা বাতিল করে পূর্বের অবস্থায় যেতে হবে। 

তিনি বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত পর্যন্ত সময় দিচ্ছি এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখি এনআইডি বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করার তাহলে আগামী বুধবার (১৯ মার্চ) সারাদেশে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।

মানববন্ধনে ‘এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়’, ‘ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়’, ‘ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা’, ‘বিভক্তি মানি না- এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়’, ‘এটি ইসির অধিকার’, ‘ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন। এগুলো প্ল্যাকার্ডে লেখা রয়েছে।

গত বুধবার (১৩ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আপাতত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ভবিষ্যতে তা স্বাধীন সংস্থার আন্ডারে যেতে হবে।


বিজ্ঞাপন


এর আগে বুধবার দুপুরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এনআইডি’র সকল কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশে নিজ অফিসের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত জানায়। যার ফলে এই দুই ঘণ্টা বন্ধ থাকবে সারাদেশে সকল ধরনের এনআইডি সেবা।

জানা যায়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে গত ০৩ মার্চ।

উপদেষ্টা পরিষদের নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রণয়ন সময়োপযোগী। তবে, জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতাধীন না রেখে সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা সমীচীন। সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্মনিবন্ধন সনদ, জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে এনআইডি এবং এনআইডির ভিত্তিতে পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় অনাবশ্যক জটিলতা এবং জনদুর্ভোগ পরিহার করা আবশ্যক। এই উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাথে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জন করে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে পারে।

এমএইচএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর