রাজধানীর ওয়ারী এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক নারী ও তার ছেলে। তারা হলেন— লামিয়া তাসমেরী মুন (৩২) ও আহনাফ কবির ইনাফ (৭)।
বুধবার (১২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ। তিনি বলেন, আমরা তাদের সন্ধান পাওয়ার জন্য চেষ্টা করছি। অবস্থানের তথ্য জানা গেছে। তাদের উদ্ধারের পর জানা যাবে আসলে কী ঘটেছিল।
বিজ্ঞাপন
জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সেই মা তার ছেলেকে নিয়ে স্কুল থেকে বের হন। এরপর থেকে তাদের কোনো সন্ধান মিলছে না। তবে সন্ধ্যায় একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে সেই পরিবারের লোকজনের কাছে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, তারা ভালো আছে। এই বলে কল কেটে দেওয়ার পর থেকে সেই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
লামিয়ার স্বামী হুমায়ুন কবির জানান, তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওয়ারীর যুগীনগর লেনে থাকেন। মঙ্গলবার দুপুরে তার স্ত্রী ওয়ারী স্ট্রীটের তিন নম্বর গলির ইএলসি স্কুলে তার ছেলে ইনাফকে নিতে যান। সেখানে ইনাফের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে দুপুর ১২টায় ছেলেকে নিয়ে বের হন মা। এরপর কিছুদূর তারা হেঁটেও যান। কিন্তু পরে সিসি ক্যামেরায় তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন থেকে তার স্ত্রীর সঙ্গে থাকা ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগে অজ্ঞাত এক ব্যক্তি লামিয়ার মা মনোয়ারা বেগমকে কল করেন। সেই কলে বলেন, আপনার মেয়ে ও নাতি ভালো আছে। এরপর ফোনটি কেটে দেন তিনি।
লামিয়ার স্বামী আরও জানান, সেই নম্বরটির ব্যাপারে খোঁজ তিনি জানতে পেরেছেন নম্বরের অবস্থান বরিশালের হিজলা উপজেলায়। সেই ব্যক্তি নারায়ণগঞ্জে শিক্ষা বিভাগের কর্মকর্তা। তবে কলটি করা হয়েছে ডেমরার ডগাইর এলাকা থেকে। এ বিষয়ে ওয়ারী থানা পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
এমআইকে/এমএইচটি