মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

রাজধানীতে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিলেন আ.লীগের লোকজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিলেন আ.লীগের লোকজন

রাজধানীর লালমাটিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে লালমাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। 

থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে লালমাটিয়া এলাকার একটি বাসায় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা অবস্থান করছে এমন খবর পেয়ে তাকে ধরতে যায় পুলিশ। পরে তারা তাকে বাসার ভেতর থেকে গ্রেফতার করে বাইরে নিয়ে আসছিল। কিন্তু ওই সময় গোলাম মোস্তফাকে গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে চলে যান। এখন সেই গোলাম মোস্তফা লাপাত্তা। তবে পুলিশ বলছে, তাকে আবারও ধরার চেষ্টা চলছে। 

অভিযোগ আছে, গোলাম মোস্তফা গত নির্বাচনে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে অর্থ দিয়ে সহযোগিতা করেন। এছাড়াও এই তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নানককে ২৫ লাখ টাকা দিয়ে সাহায্য ও হামলায় সরাসরি অংশ নেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পাঁচটি হত্যা মামলা রয়েছে।

এ ব্যাপারে এডিসি জুয়েল রানা ঢাকা মেইলকে বলেন, গোলাম মোস্তফা নামে একজনকে তার বাসায় পুলিশ ধরতে গিয়েছিল। কিন্তু তার প্রতিবেশীরা ওই সময় পুলিশকে বাধা দেয়। ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে তারা আওয়ামী লীগের লোকজন কি না বিষয়টি জানা নেই। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে বলেও জানা গেছে। 


বিজ্ঞাপন


এমআইকে/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর