সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

মেয়াদ বাড়ছে ইসির আইডিইএ প্রকল্পের

আগামী ১৭ মার্চ (সোমবার) ১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে সংস্থাটি।

সম্প্রতি ইসির জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠিও দিয়েছে ইসি।


বিজ্ঞাপন


ইসির আদেশে জানায়, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় সিইসির সভাপতিত্বে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

যেসব দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে— আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

এমএইচএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর