রাজধানীর উত্তরায় নিজ বাসায় হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রুপা ও নাজিম। দুজনে সম্পর্কে স্বামী-স্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান। তিনি জানান, ‘উপাধ্যক্ষ সাইফুর রহমানকে হত্যার ঘটনায় দুইজনকে ফরিদপুর থেকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।’
গতকাল সোমবার ভোরে উত্তরার উত্তরখান পুরান পাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন উপাধ্যক্ষ সাইফুর রহমান। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে বের করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সাইফুর রহমানের বাসায় বেড়াতে আসেন ওই দম্পতি। প্রতিবেশীদের সাইফুর জানিয়েছিলেন- তারা সম্পর্কে ভাবি ও ভাতিজা।
জানা যায়, নিহত সাইফুর ছয় মাস ধরে উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার ওই ফ্ল্যাটে একাই থাকতেন। নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনিকেতন এলাকায় থাকেন।
বিজ্ঞাপন
এমআইকে/এমআর