বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

গত বছরের তুলনায় এবারের ফিতরার পার্থক্য

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

গত বছরের তুলনায় এবারের ফিতরার পার্থক্য

গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা। এ বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। এ বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৮০৫ টাকা, যা গত বছর ছিল ২৯৭০ টাকা। ইসলামি শরিয়তমতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়। এই পাঁচ রকম ফিতরার মধ্যে জিনিসপত্রের দাম কমায় এ বছর ৪টিতেই ফিতরার পরিমাণ কমেছে। শুধু একটিতে বেড়েছে।

সদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদিস শরিফে দুটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। ১. ‘এক সা’ ২.‘অর্ধ সা’। খেজুর, পনির, জব ও কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে এক ‘সা’ আর গম দ্বারা আদায় করতে চাইলে ‘অর্ধ সা’। ইসলামিক ফাউন্ডেশন, ‘এক সা’-এর পরিমাণ নির্ধারণ করেছে তিন কেজি ৩০০ গ্রাম। আর ‘আধা সা’-এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম।


বিজ্ঞাপন


২০২৪ ও ২০২৫ সালে সদকাতুল ফিতরের ব্যবধান
২০২৪ সালে আটার (১ কেজি ৬৫০ গ্রাম) মূল্যে সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা। ২০২৫ সালে তা ১১০ টাকা নির্ধারিত হয়।
২০২৪ সালে যবের (৩ কেজি ৩০০ গ্রাম মূল্যে) ফিতরা ছিল ৪০০ টাকা। ২০২৫ সালে তা হয়েছে ৫৩০ টাকা।
২০২৪ সালে কিশমিশের (৩ কেজি ৩০০ গ্রাম মূল্যে) ফিতরা ছিল ২১৪৫ টাকা। ২০২৫ সালে তা হয়েছে ১৯৮০ টাকা।
২০২৪ সালে খেজুরের (৩ কেজি ৩০০ গ্রাম মূল্যে) ফিতরা ছিল ২৪৭৫ টাকা। ২০২৫ সালে তা নির্ধারিত হয়েছে ২৩১০ টাকা।
২০২৪ সালে পনিরের (৩ কেজি ৩০০ গ্রাম মূল্যে) সর্বোচ্চ মানের ফিতরা ছিল ২৯৭০ টাকা। ২০২৫ সালে সেই ফিতরা নির্ধারিত হয়েছে ২৮০৫ টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় (২০২৫ সালের ফিতরা নির্ধারণে) এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল খালেক। 

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় কারো কাছে জাকাতের নিসাবের সমপরিমাণ অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে তাহলে তার ওপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। যার ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন, তেমনি নিজের অধীনদের পক্ষ থেকেও আদায় করবেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর