রাজধানীর চকবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদককারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ) রাতে চকবাজারের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন— আকবর আলী (৫০), মহির (৩৫), আছর উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪৩), মুক্তার হোসেন (২৭), দীন ইসলাম ওরফে কালু (২৫), মেহেদী হাসান রনি (৩৫), সিয়াম হোসেন (২৩), নিরব (২৮), আলমগীর হোসেন (৩৮) ও লিটন মিয়া (৫০)।
চকবাজার মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদককারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী ও পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআইকে/এমএইচটি