মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে স্থির সমাবেশ ফায়ার সার্ভিসের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে স্থির সমাবেশ ফায়ার সার্ভিসের

দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ঢাকা মহানগরীর ৩৮টি স্থানে ১১ দিন ব্যাপী স্থির সমাবেশ করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ মার্চ) শাহবাগ জাদুঘরের সামনে এ স্থির সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত গণমাধ্যমের সাথে কথা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।


বিজ্ঞাপন


স্থির সমাবেশের পাশাপাশি উপস্থিত পথচারীদের ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে অগ্নিনির্বাপণ পদ্ধতি প্রদর্শন ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়।

fire

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল মোড়ে স্থির সমাবেশ করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে এসব স্থানে দাঁড়িয়ে এ স্থির সমাবেশ করেন। ব্যানারগুলোতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতা ও দুর্ঘটনায় করণীয় বিষয়ে বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। প্রতিটি ব্যানারের ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ‘১০২’ প্রচার করা হয়।

ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত মহড়া ও গণসংযোগ করলেও প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় এবারই প্রথম স্থির সমাবেশ করা হয়।


বিজ্ঞাপন


সমাবেশ কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর