রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

জেসিআই বাংলাদেশ আয়োজন করল জমকালো সাহরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী!

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত সেলিব্রিটি কনভেনশন হলে একটি জমকালো সাহরি নাইটের আয়োজন করে। এতে ৭০০ শতাধিক সদস্য, তাদের পরিবার এবং বন্ধুরা একত্রিত হয়ে সেহরি উদযাপন করেন।

জাতীয় সভাপতি কাজী ফাহাদ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে একতার গুরুত্বের ওপর জোর দেন। ইভেন্ট উপদেষ্টা ইরফান উদ্দিন, ইভেন্ট ডিরেক্টর শাহরিয়ার এবং কনভেনার ফারহানা মাখনুন সাবার নেতৃত্বে আয়োজক দলটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে, যেখানে সুস্বাদু সেহরি খাবার, মুন্সীগঞ্জের মিষ্টি, পুরান ঢাকার বিশেষ মিষ্টি পান, লাইভ জিলাপি স্টেশনসহ বিভিন্ন আকর্ষণীয় আইটেম ছিল।


বিজ্ঞাপন


6279c197-fc76-4535-a436-da95041c0df2

উল্লেখযোগ্য একটি দিক ছিল “রেনোভেটিং লাইফ” প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন, যা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারে নিবেদিত, তাদের জন্য একটি নতুন ও উন্নত শিক্ষার পরিবেশ প্রদান করবে।

এই বিশেষ সমাবেশটি পবিত্র মাসে কমিউনিটি, নেতৃত্ব এবং কার্যকর পরিবর্তনের প্রতি জেসিআই বাংলাদেশের প্রতিশ্রুতি প্রদর্শন করে।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর