বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী!

প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

সূত্র বলছে, সোমবার (১০মার্চ) তার পদত্যাগ করার সম্ভাবনা আছে।


বিজ্ঞাপন


তবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়লেও তিনি বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন। সেক্ষেত্রে তাকে নতুন কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হতে পারে এমনটা শোনা যাচ্ছে। 

সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে দিয়ে আমিনুল ইসলামকে শিক্ষার উপদেষ্টা করা হচ্ছে এমন গুঞ্জন ছিলো। যা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন। কিন্তু পরে সেই পোস্ট তিনি সরিয়ে ফেলেন। নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার। গত ৬ (বুধবার) তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন গত মঙ্গলবার এমন খবর চাউর হয়। তিনি নিজে ফেসবুকে শপথে আমন্ত্রণ পাওয়ার কথা জানানোর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে তার দফতর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু এম আমিনুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে পড়ে। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই স্ট্যাটাস ডিলিট করে দেন আমিনুল ইসলাম।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হন।


বিজ্ঞাপন


সবশেষ গত ১০ নভেম্বর তিনজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হয় ২৪ জন। তাদের মধ্যে এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মারা যান। আর রাজনীতিতে যোগ দিতে গত ২৬ ফেব্রুয়ারি সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম।

বর্তমানে উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে মোট পাঁচজন বিশেষ সহকারী দায়িত্ব পেয়েছেন। 

সবশেষ সরকারের দুটি গুরুত্বপূর্ণ দফতর দেখভালের কাজে উপদেষ্টাদের সহায়তা করতে আরও দুজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারীর দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এবং ফয়েজ আহমেদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে খোদ প্রধান উপদেষ্টার হাতে। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিইউ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর