রাজধানীর মোহাম্মদপুরে র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান মো. বিল্লু মিয়া (৩৫) ও তার তিন সহযোগীসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-২। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত সিএনজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান মো. বিল্লু মিয়া (৩৫) ও তার ৩ সহযোগী আবু জাহের (৩০), আল আমিন ওরফে পাঠা আল আমিন (২০) ও মো. আলমগীর (৩২)।
শনিবার (৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
বিজ্ঞাপন
এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি রিভলভার, ১টি পাইপ গান, ৫ রাউন্ড গুলি, ১টি এমটি কার্টিজ, ১টি সিএনজি, ১টি চাকু, ১টি রেঞ্জ, ২টি প্লায়ার্স, ১টি সামুরাই, ১টি শাবল, ১টি স্ক্রু ড্রাইভার, ২টি র্যাব-পুলিশ সদৃশ কালো রং এর জ্যাকেট, ২টি কালো ক্যাপ ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে র্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। আসামি বিল্লু মিয়া মোহাম্মদপুর ও পাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।
উল্লেখ্য, এই গ্রুপটি ডাকাতি করার সময় নিজেদের র্যাব সদস্য হিসেবে পরিচয় দিত।
এমআইকে/এমএইচটি