মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে দেখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (৯ মার্চ) সকালে তিনি শিশুটির চিকিৎসার পরিস্থিতি পরিদর্শন করেন এবং হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় সিএমএইচের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনার পর, ৬ মার্চ দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মাকে ফোন করে তার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করার আশ্বাস দেন। পরবর্তীতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
এদিকে, মাগুরায় ৮ বছরের শিশুটির ওপর ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে ৪ আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়, এবং তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় বলেন, ‘দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।’ তিনি আরও জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’ পাশাপাশি, তিনি নারীর প্রতি সহিংসতার ঘটনায় তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘নারীদের ঘরে-বাইরে নিরাপদে দায়িত্ব পালন করতে হবে। যারা তাদের বাধা দিতে আসবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি অবশেষে বলেন, ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ শক্তিশালী করতে হবে।’
বিজ্ঞাপন
এদিকে, ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছে সাধারণ জনগণ, বিশেষত শিশুদের প্রতি সহিংসতা এবং নির্যাতনের ঘটনা প্রতিরোধের জন্য।
বিইউ/এইউ