শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

বিএসইসি হামলায় দ্রুত আইনি ব্যবস্থা চায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৭:৩০ এএম

শেয়ার করুন:

বিএসইসি হামলায় দ্রুত আইনি ব্যবস্থা চান প্রশাসনিক কর্মকর্তারা

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। হামলাকারীরা বিএসইসির চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। এতে বলা হয়, বুধবারের হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হামলাকারীদের তীব্র নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটি মনে করে, এমন উচ্ছৃঙ্খল আচরণ শুধু আইনবিরোধী নয়, প্রশাসনিক কার্যক্রমের জন্যও মারাত্মক হুমকি।

অ্যাসোসিয়েশনের মহাসচিব শফিউল আজিম এবং সভাপতি নজরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করি প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা আর না ঘটে।’ তারা আরও জানান, হামলার পর প্রশাসনের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ ঘটনার পর দেশের প্রশাসনিক সিস্টেমের ওপর চাপ সৃষ্টি হয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা বেড়ে গেছে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। 

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর