শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

রাজধানীতে পিস্তলসহ যুবক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে পিস্তলসহ যুবক গ্রেফতার

রাজধানীর ভাটারা এলাকা থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ বাপ্পী মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৮ মার্চ) সকালে ভাটারার সোলমাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ভাটারা থানা সূত্রে জানা যায়, সোলমাইদ এলাকায় পিস্তল নিয়ে একজনের অবস্থান নেওয়ার তথ্যের ভিত্তিতে সেখানে যায় পুলিশের একটি দল। পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পালানোর সময় বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভাটারা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতার বাপ্পী অপরাধ সংঘটনের উদ্দেশে পিস্তল নিজের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর