সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

স্ত্রী ও মেয়ের চিকিৎসার জন্য সপরিবারে নয় দিনের জন্য থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


অফিস আদেশে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, তার স্ত্রী এবং কন্যার চিকিৎসার জন্য ১১ থেকে ১৯ এপ্রিল অথবা কাছাকাছি যেকোনো তারিখ থেকে ৯ দিনের জন্য থাইল্যান্ডের ব্যাংককে ভ্রমণ করবেন।

এতে আরও বলা হয়েছে, ভ্রমণের সমস্ত ব্যয় স্থানীয় মুদ্রায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই বহন করবেন। তার স্ত্রী শাহীন ফেরদৌসী, মেয়ে তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি-নাতনিরা সঙ্গে থাকবেন।

পৃথক আরও দুটি অফিস আদেশ থেকে জানা যায়, ব্যক্তিগত কারণে মে মাসের ২ তারিখ থেকে ১৬ তারিখ অথবা কাছাকাছি যেকোনো তারিখে থেকে ১৫ দিনের জন্য স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র যাবেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আর ১০ মার্চ থেকে ২৫ মার্চ অথবা কাছাকাছি যেকোনো তারিখে থেকে স্বামীসহ ১৬ দিনের জন্য কম্বডিয়া যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ।

এমএইচএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর