ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, যা হচ্ছে তা ‘স্ট্রিট পেটি ক্রাইম’।
নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা আতঙ্কিত হবেন না। আমরা অবশ্যই আপনাদের পাশে আছি। আমরা কাজ করে যাচ্ছি।’
বিজ্ঞাপন
শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বনশ্রীর ডাকাতির কথা উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, বনশ্রীর ডাকাত দল এর আগে ফাহিম জুয়েলার্সে ডাকাতি করে। এর মূল আসামি ইয়াসিন মাল ও দেলোয়ার। তাদের আমরা গ্রেফতার করি। এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরও কিছু ডাকাত দলকে চিহিৃত করা হয়েছে। তাদেরকেও শিগগিরই গ্রেফতার করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, বনশ্রীর মতো ঘটনার ভিডিও একাধিকবার প্রকাশ করলে শিশু ও দুর্বল চিত্রের মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে। জনআতঙ্ক সৃষ্টি করে এমন ঘটনা না দেখাতে মিডিয়ার প্রতি অনুরোধ করেন তিনি।
ঢাকা এখন যেসব অপরাধ ঘটছে সেগুলোকে ‘স্ট্রিট পেটি ক্রাইম’ আখ্যা দিয়ে শেখ সাজ্জাত আলী বলেন, ‘ঢাকায় যা ঘটছে তাকে ‘স্ট্রিট পেটি ক্রাইম’ বলে। যেমন—মোবাইল টান দেওয়া। তারা মোবাইল নিয়ে দৌড় দেয়। এর চেয়ে সহজভাবে কোনো অপরাধ করা যায় না। সবচেয়ে ছোট অপরাধটি করা সহজ। যারা এ কাজটি করছে তাদের বয়স ১৫-২০ বা ২২ বছর।’
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনার বলেন, ইদানিং কিছু স্ট্রিট অপরাধ হচ্ছে। ৮০-৯০ ভাগ ক্ষেত্রে সেটি করে উঠতি বয়সের ছেলেরা। আমরা যাদের কিশোর গ্যাং বলি। বাস, প্রাইভেটকার মোটরবাইকের যাত্রী হয়তো মনোনিবেশ করেন কথায়। তখন পেছন থেকে এসে মোবাইলটা টান দিয়ে দৌড় দেয়। এমন কিছু স্ট্রিট ক্রাইম হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল (ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম।
এমআইকে/এমআর