রাজধানীর কলাবাগানের রাসেল স্কয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়কসহ ১৪ সমন্বয়ককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে সংগঠনটির কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের নেতা-কর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন।
হামলাকারীরা তার অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কিছু নগদ টাকা ও চারটি কম্পিউটার লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী শেখ কবির। ঘটনার পরপরই খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় হস্তান্তর করে।
ওসি বলেন, এ ঘটনায় ব্যবসায়ী শেখ কবিরের করা মামলার ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।