সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে নাঈম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকাল পৌনে ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর দুপুর পৌনে ১২টা দিকে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী নাজমুল জানান, ভোরে মতিঝিলের কমলাপুর এলাকায় মেট্রোরেল স্টেশনের নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় নাঈম অসাবধানতাবসত মেট্রোরেলের নির্মাণাধীন ওপরের অংশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মারা যান নাঈম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর