মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

পল্লবীতে ‘ভইরা দে’ গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img
আদালতের কাঠগড়ায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি

রাজধানীর পল্লবীর আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১)’ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 


বিজ্ঞাপন


র‌্যাব-৪ জানিয়েছে, পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের ওপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব-৪। এছাড়াও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এক বার্তায় জানানো হয়েছে।

এমআইকে/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর