সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

দেশের আকাশে ১৪৪৬ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হবে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।  


বিজ্ঞাপন


চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই শুরু হবে তারাবি। শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। ইতোমধ্যে রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে। দেশের কোথাও কোথাও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ থেকেই অনেকে রোজা রাখছেন। 

রমজান মাসের চাঁদ দেখা ও পর্যালোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। 

আরও পড়ুন

দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগীদের পবিত্র রমজানের প্রস্তুতি

২০২৫ সালের রোজা কোন দেশে কত ঘণ্টা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল শুক্রবার পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। সাধারণত সৌদি আরবের পরদিন আমাদের দেশে রোজা শুরু হয়। সে হিসেবে রোববার (২ মার্চ) থেকে দেশে রমজান শুরু হবে এমন সম্ভাবনা প্রবল ছিল। 


বিজ্ঞাপন


মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এই তিন অংশে বিভক্ত এই মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত।

ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন সাত থেকে ৭০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। রমজান শেষে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর