বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

পঞ্চম ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪০৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

পঞ্চম ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪০৯ হজযাত্রী
ফাইল ছবি

পঞ্চম দিনের মতো ছেড়ে গেছে হজ ফ্লাইট। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হন ৪০৯ হজযাত্রী।

এর আগে বুধ ও মঙ্গলবার ৪০৫ জন করে হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।


বিজ্ঞাপন


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ৪০৯ যাত্রী নিয়ে আজ বিমানের পঞ্চম হজ ফ্লাইট (বিজি ৩০০৯) ঢাকা ছেড়েছে। বিমানটি জেদ্দায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

এই কর্মকর্তা জানান, এ পর্যন্ত বিমান সর্বমোট দুই হাজার ৩৫ হজযাত্রী ঢাকা ত্যাগ করেছেন।

এর আগে রোববার (৫ জুন) হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আলী।

পরদিন সোমবার (৬ জুন) ৪০৬ জন নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।


বিজ্ঞাপন


চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর