রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ ঢাকায় আসছেন রোসাটমের ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

আজ ঢাকায় আসছেন রোসাটমের ডিজি

দুই দিনের সফরে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভ। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের স‌ঙ্গে বৈঠক কর‌বেন রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাটমের ডিজি।

ঢাকায় রা‌শিয়ান হাউসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব তথ‌্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই পূর্তি অনুষ্ঠান হয়।


বিজ্ঞাপন


তৌহিদ হোসেন বলেন, ২৬ ফেব্রুয়া‌রি রোসাটমের ডিজি বাংলা‌দেশ সফরে আসবেন। তার এ সফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান কা‌জের অগ্রগতি হ‌বে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) আলেক্সি লিখাচেভের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে।

এর আগে ২০২৩ সা‌লের জুলাই‌য়ে বাংলা‌দেশ সফর ক‌রে‌ছি‌লেন রোসাটমের ডিজি।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর